বদলে গেছে চাষ আবাদী ছিপ ফেলা সেই
দুপুরগুলো ;
স্ত্রস্ত পায়ে এদিক সেদিক কোন্ নিদাঘের
প্রহর এলো ;
সাঁতার ভুলে মগ্ন যেসব লুকা চুরির সময়
গুলো ;
যায় না চেনা মুখোশগুলো ডানে বামের
কি দিন এল ;
পাল্টেছে সব দুপুর বিকেল কোন্ কবাটে'
মুখ লুকালো ?


রাত বিরেতে বর্মে মাথা লুকিয়ে  মুখে
ঢালছে খুশী ;
পথটা জানে প্রলয় কেমন বদলে দিল
তরূণ রাশি ;
সেসব দিনে চৈতি হাওয়া প্রবল তরুণ
ছেলেবেলা
পথটা কাঁদে ডুকরে কেবল দে ফিরে সে
সন্ধিগুলো ;
সেই ছেলেটা অগাধ যাহার গুলতি,
ঘুড়ি ছিল
ফেলল কোথায় ছিটকে সেসব কোন্
হাহাকার হল ?


কথায় ধরে নেশার ঝিলিক চোখে রঙীণ
ঢেউ
মা,বোন দেখে ভোগের ঘরের কবাট
ঘরের কেউ ;
অন্য যে জন জাগিয়ে প্রহর ঢালছে
দেশের মান
রাতের আড়াল খুঁজছে যে জন নামটি
সবে ধন ।
উড়ছে যে জন উড়ায় ধূলো কম্মে
জুয়াচোর
পথ রেখেছে সাক্ষী সবার কে কার
ভাগীদার ?
পথটা আমার না কি আমি পথের
কোনটা সারাৎসার ;
বুঝছি না আর প্রবল আঁধার আমি কাদের-
কে আমাদের ?