ওরা যায় ? যাক্ , চলে যেতে দাও
ভুলেও ডেকো না
অইখানে কন্দ বাগানে আলুথালু
ঐশি নূপুর দেখোনা কখনো
মহামতি সিংহাসন কালে
রেখেছেন কেয়ুর রতন
ছোট ছোট বালুকা'রা দৌড়ঝাঁপ ফেলে
নিক্কনে মজেছে, শুনো'না কখনো ;


গাগরি আমার ছলে বলে ফেলে যায় বেলা
ধরে আনো তারে
চূড়ায় রতন আর রত্ন অলংকারে
কার ছায়া জলে ? শাখে যত গোঠের নন্দন
জাল ফেলে মৎস সুখ তরে
না না ভুলেও যাব না


কার বেড়ি জুড়েছ হৃদয়ে ? দেখেছ কি
যমুনার তটে আজো বসে
তটিনী বিছায়ে ?
ওরা হাত ধুয়ে উঠে গেছে অশ্বমেধ কালে
ছেড়ে দাও নিস্পৃহ আঙুল
আধো দ্বারে পুরোটা আমার আঁচলের সময় বিছানো।


উঠে এস পঞ্চম কপোল , আলিঙ্গন কালে
ভুলে যাও মরিচা প্রলেপে নৃসিংহ কবল
দ্যাখো , প্রতিদিন নক্ষত্রে আলো থাকে
তুমিও তাদের বিদায়ী নক্ষত্রলোক জ্বালো ।