কবিতা দিবস
----------------------------
শহর নগর ঘিরে বিশাল মুখ
অনেকটা পূজার থিমের মতন,আলোর গোলক ধাঁধায়
সেঁধিয়ে চলেছি সহসা, ছোট বড়,ক্ষুদ্র বৃহৎ
ওপরে ঝলসানো থিম বোর্ডে ঠিকরে পরছে
এক একটি উপদৃশ্যের ঝলক
এথেনিক দাঁতে আটকে রয়েছে তামাম জৈবিক
দেওয়ালে, আকাশে, মানুষে বদল হচ্ছে রঙ
অস্তিত্ব ফুঁড়ে হাড় মাসের ঢিঁবি ছুঁলেই প্রাত:কাল
নইলে নিরেট এই মানুষখানায় কে আমরা
প্রতি রোজ ঢ্যাবঢেবে এই চামড়া খুলে বসি
দিব্য জানি আগামীকাল এখানেই
কিছু নিরক্ষরেখা টানা হবে, খন্ডিত হবে দু'পাশ
গতকালও প্রলুব্ধ হাড়ে মজ্জা টেনেছে গোষ্ঠী
দাঁতে, মুখে তারই বজ্জাতি, দৃশ্যান্তর হতে হতে
লোডশেডিং আচমকা চোখে মশাল ধরে
এগিয়ে চলেছি একেকটি
প্রজাতি পর প্রজাতি সেই অভিমুখে -----