এক থেকে একশোর গোলমেলে পথ্
           চালবাজ মই আছে পথ জুড়বার
উঠা নামা , শংকুল , বিপদ আপদ
           কখন কি চালাচাল সাপের খপ্পর ।
ওপর আলোক আর অতল আঁধার
           গোলকধামের ফাঁদ্ ধন্য কারিগর
ছোট-বড় টোপরের অবোধ খুনসুটি
           কোন্ ভক্তে মজে মন্ অথ কুজ্ঝটি।  


মধুমাখা প্রলেপের খেল্ বাহাদুর
              প্রাণহীন ছলাকল শূণ্য প্রথার
ঘুরছে ঘুঁটিরা বোর্ডে দারুন সংশয়
              শচীন,মাহীর দশা অন্ধ ভক্তপ্রায় ।                  
ছোট বড় দাও চলে মইয়েদের দেশ
              সংখ্যাদের লটারি ভক্ত প্রদেশ ।


জোটটায় ভেট আছে ভোটেদের কেনা
              ঘুঁটিদের অর্ডারে মাথাটি নোয়ানা ।
খেলোয়ার খেলা হয় চালবাজ্ জয়
               সাময়িক চালেদের নোটিশ প্রথায় ।
                
               আঁতশ বাজীর ঘটা ঘোটের মহল
ছেলে মেয়ে খেলখেলা নাচানো কোন্দল।
                 ঘুঁটির তামাশা চৌকাঠ পেরিয়ে
ছক্কার জব্বর খেলা চালে তা' দিয়ে ।
                  মাত্র চালের ঢালে খেলা বাজীমাৎ
জব্বর তামাশা বুঁদে তামাম জগৎ ।
                   বিজয়মুকুট যায় প্রকৃত মাথায়
                  সময় পরায় যারে ক্রম প্রতীক্ষায় ।