সেজে যায় পথ ঘাট সমাজের প্রাঙ্গণ
শৌখিন ঘর সাজে রসিকের গ্রামাফোন ।
ঝুল কালি তেলচিট্ পালিশ দেওয়ালটা
জমকালো ফার্নিশ আরাম জীবন'টা ।
সাজো সাজো চারদিক চলছে সময়টা
মানুষ শরীর সাজ্ পার্লার ঘনঘটা ।
চুল্লির রেট বাড়ে প্রয়াণের সংস্কার
রোগ বাড়ে নেশাখোর রিক্ত সমাজটার।
চাহিদারা হু হু বাড়ে প্রবীণ আতংকে
পালসের গতি বাড়ে না বলার দ্বন্দে।
ঘর বাড়ে বহুতল্ নকশায় ত্রিবিধে
প্রবীণের ঘর বাড়ে আবাসন গৃহতে।
সাজে সব চুল নখ্ টিপটপ্ নিয়মে
পরিপাটি জীবনটা পালিশের যতনে।
আড়ালের ক্রুড় মন্ মশকরা হরদম্
বেড়ে চলে হলাহল ধ্বংসের লেলিহান ।
হৃদয়ের ঝুল কালি বাড়ে মহানন্দে
তেলচিট্ স্বভাবটা ক্ষতির আনন্দে।
সাফ্ হয় সমাজটা জীবনের প্রান্তে
মানে হুশে গরমিল জীবন সায়াহ্নে।


স্বভাবের ঝুল কালি ?
               কোথা বলো পার্লার ?
সাফ্ কিসে ; ধোওয়া মোছা ?
                কোথা কোন্ কারিগর ?