স্বর্গ নরক ঘাঁটাঘাঁটি কত
কোথায় অলংকার
জ্ঞান অগোচরে লুকানো ফসল
কে কার আবিষ্কার ?
চোখের জ্যোতিরা ছলাকল করে
ভ্রম তারে বাহুডোর
দুই অধ্যায়ে পরিধি তাহার
সমাধির তোরজোড় ।


ভ্রম বলে অামি জ্ঞানের জ্ঞাতির
অতি বড় সংশয়
যে জন আমাতে জীবন সঁপিল
জান্হমে পরিচয় ।
গুণী বলে আমি মহা পন্ডিত
অন্তরে হায় বালুকা
কাঁদে না জীবন ক্ষণেকের তরে
ঝলসা হৃদয় ফাঁপা ।


জ্ঞানী গুনীজন মহা সমাদর
উৎসব জুড়ে জয়গান
অর্থেরা বলে আছি আমি চুপ
ছেয়ে দেয় তায় সন্মাণ
মেডেলে লেগেছে বনেদী রক্ত
ধনের কদর শুধু
মানুষ মাথার কয় কিলো দর
ধনের রক্তে বধূ ।