ওখানেই তো বেশ ছিল
জ্যোৎস্না পীঠস্থান, কামবতী আলো
এখন মৃতলোক দ্যুতিহীন পটে
নামহীন পদসঞ্চার
কখনও ক্রান্তি আসে কি


ঘূর্ণন স্থাণু হল পঞ্চবতী কাল্
অযথাই ঘর্ষণ তোমার ইন্দ্রিয়ে
আমি যাঞ্জবল্কে মাথা খুঁড়ে খুঁড়ে
অমরত্ব কোথায় ঝোলাবো?