অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকে
কাম, ক্রোধ,লোভ অনতিক্রম্য জায়গিরে
কয়েক'শো প্রবণতা


দুর্নিবার গতিকে ফেলে পাল্টে নিমেষে
রাতকে দিন,দিনকে রাত আবর্তন বিবর্তন
ফুটপাত, দুখীর নিরাময়, বিষয়ের আর্তনাদ
বেমালুম ফসিল হয়ে যায় মুহূর্তে
চিরন্তন মাধ্যকর্ষণে ভেসে যায় গন্তব্য
অপ্রতিরোধ্য চাহিদার কাছে


সে বলে ,চাল-চুলো ,ফাঁটা ঘর ,চুরি যাওয়া সিন্দুক
বন্ধকী কাগজের ছাপ ? ক'ফোটা অশ্রু আছে
চুল্লির কাছে আর চ্যালাকাঠ্


ছিনিয়ে নেয় স্বভাবের শাসন বারণ সেটুকও ,
নাভিশ্বাস ঘটা বেয়ে তর তর্
বেড়ে যায় লেলিহান দুরুহ প্রশ্বাস
যাকে বলি দুরাচার


নিষিদ্ধ ঘরে পরে থাকে কোলাহল ,
মগজের সমাজ আয়নায় কিছু মাত্র নিন্দা মন্দে
আমাদের অন্তিম সমাচার ।