ক্ষতি নেই


হোক না জন্মান্তর ক্ষতি নেই
বুকের পাঁজর ছুঁয়ে
ঢেকে নেব আগত প্রলয় ।
ছুঁয়ে নয় করতল
জেনে যাব কে কার পরিচয়  ।
হোক না মতান্তর,ক্ষতি নেই
পরাগ রেণুতে মিলে
গড়ে নেব ঋদ্ধ ভুবন ।
আহত কথার ভীড়ে জুড়ে দিয়ে
ভ্রান্তির কিছু পাততাড়ি
না হয় ছড়াবো সুখ স্থলে জলে
ভাঁটায় জোয়ারে
ছড়াবো তোমায় রোজ সন্ধ্যা প্রভাতে
প্রেম ভেবো অথবা প্রলাপ।
বলুক না যেনতেন জেনে নেব
কে কার হৃদয়ে বাঁধে ঘর
হোক না অবান্তর নেই ক্ষতি
ছায়া হয়ে অথবা মায়ায়
প্রশ্বাসের দোর ঘেঁষে
রয়ে যাব প্রেমের ছায়ায় ।