পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অথবা যে কোন একদিকে
চলে যাবো, যাবার আগে কিছু অক্ষর ছেড়ে যাবো
বিসদৃশ অথবা তীক্ষ্ম ফলার মত
যতকিছু শ্বাপদ গড়েছি, এই রক্ত মাংস স্নেহে
যতটুক ব্যসার্ধ ছুঁয়েছি সেই ছায়া ,তারও বেশি ধ্বস্ত করে
ফিরে যাবো কোন এক দিকে।
প্রতিটি স্নায়ু থেকে , মাটি থেকে বিন্যস্ত রসদ
এক একটি স্বেদ খুঁটে নেব কড়ে আঙুলের ভাঁজে
তীব্র নখরে শুষে নেব সবটা জীয়ন, যতটা ঝঞ্ঝা হলে
ক্ষয়ে যায় আস্ত মানুষ ততটা মৃত্যু ভয়
রোগ থেকে খুঁটে নিয়ে বিষাক্ত জীবানু, প্রতি ডগায় ডগায় !
আস্তিনে গোটানো তীরের ফলাটা বেঁধাবো সযত্নে বুকে
লম্বা ছায়ার পাশে ছোট হতে থাকা
নৃত্যরত অশরীরি ছায়া।
লোকালয় দিগভ্রান্ত শূণ্যতার পরে যতটা মানুষজন
একত্রে হেঁটেছি, মুছে দেব সবটা অক্ষর,চিনিনি,কিছুই জানিনি।
একগুচ্ছ গোরস্থাণ কিছুটা নরক বিষাক্ত ফনার মত তীব্র ছোবল
গড়েছি যতটা লয় করে চলে যাব অনির্দিষ্ট পথে।
যতটা উত্তীর্ণ ছিল অনুত্তীর্ণ বিদীর্ণ গোলকে রেখে দেব
অভিসম্পাত
গজালে মুড়িয়ে দেব,উঠলে বসিয়ে দেব, জুড়ে দেব সবটা জঞ্জাল
যে শাখা মেলেছি তার প্রাণোচ্ছাস গুলো
যতটা মানুষ ছিল একে একে তা দিক প্রচ্ছন্ন মাটিতে
ঝঞ্ঝা মৃত্যুভয় কাটিয়ে যেদিন



আকর্ষে সম্মিলিত হবে ফিরে নেব মহাকর্ষ প্রিয় আক্ষরিক ----