কাকু,
কাকু তুমি যেও না ফিরে রামধনুকের দেশে
বারেক শুধু এসো হেথায় সত্যি ভালবেসে ।
সোজা পথের ধারটি ঘেঁষে মাঝের বায়ে মাঠ
ভুলেই না'হয় রেখো চরণ চন্ডীতলার ঘাট ।


পথগুলো সব ধুঁকছে মারণ খুঁজছে মনান্তর
কার বিবাগে কার পরাণে জমছে বালুস্তর ।
ঘুম নামে তার দৃষ্টিগোচর ভানের নামান্তর
দেখেছে বসে দাদার পাড়ায় বর্গী নামক চর।


মিথ্যেরা সব সত্যি হ'ল শিরের অবক্ষয়
ঘুঁণের মাথাবিকিয়ে গেছে কে কার পরিচয়?
আঁধারটাকে অবাধ বলে দিনের খবর বলি ?
কি আর হবে, মোটেও কাকু হিসেব মেলে নি !


শুনছি থাকো অহর্নিশি সুখবাসরে'র ঘরে
ফুলেরেণুদের ভ্রমর যেথায় স্বয়ং বাসর গড়ে।
না-ই বা হল রাজপ্রাসাদের হারেম তেপান্তর
না-ই বা হল বাগান ঘেরা শৌখিন সুন্দর ।


বাঁধতে জানি মুড়ির মোয়া, নাড়ু, পিঠে,পুলি
ঝাড়তে পারি ঘরের ধূলো নোংরা ঝুলের কালি।
ফিরলে তুমি পিড়ে দেব আসন বোনা মেয়ে
বাবার মতো দরাজ হৃদয় তোমায় ফিরে পেয়ে ।


রবিশেখর ,চিঠি দিলাম আজই যাবে চলে
আসবে কবে দিনটি শুধু পাঠাও আমায় বলে।
আপন ভেবে সত্যি তুমি এই ভুবনে এস
মায়ের হাতের বোনা পটে নির্ভয়ে তো বোসো।


বাবার মতো বারে বারে যেওনা ভুল করে-
যেখান থেকে কেউ কখনও ফেরে না সত্যি করে ।।




( খুব ছোটবেলায় আমার মেয়ের লেখা কবিতাটি হঠাৎ আজ ভীষন ইচ্ছে করল
   পোস্ট করতে । বন্ধুরা শেয়ার করে ওকে উৎসাহিত করবেন প্লিজ )