অভ্যন্তরে জেগে থাকে তীব্র অসুখ,
অভ্যস্ত সময় থেকে উঠে -
গিয়ে হাঁটু মুড়ে জুড়ে যায় তামাম বাহানা,
ঝলসা আলোয় ভুল হয় সঠিক আলাপ,
ঝলমলে আভরণগুলো শুষে নিয়ে যাবৎ রসদ-
ফেলে যায় খোলস মানুষ।