মৃত্যু আমায় থামাতে চেও না বরং
আমার জন্য থেমো---
জানি তোমার অসীম দুরাশা
বরং জীবন আমায় জানো।


জানো না চলতে রেখেছো স্থিরতা
আমি যে চলার সাথী-
অবসরহীন শ্রমে,শুধুই বিবর্তনে।


শিশু প্রাঙ্গণ,শিক্ষাঙ্গন পেড়িয়ে আমরা-
খেলেছি সাধের রিং-
মুগ্ধ নয়ন ক্ষেত্র ছাড়িয়ে-
সূর্য ছাড়িয়ে ঋণ।


যে গেছে শিশিরে তূণীর আঘাতে
অযথা নিরুত্সাহে,শূণ্যে বিলীন হয়ে-
ফুল সুঘ্রাণ রেখেছে কফিনে-
অতীত মিলিয়ে দিয়ে।


স্তিমিত পাষাণ হৃদয় রেখেছে মাটিতে-
দৃশ্যত স্ফীত মন,
নিয়ে গেছে সেই কর্ণিয়া চোখ
মাটি দাফনের ক্ষণ।


চিরসত্যের শতক অবদান-
দিন হয়ে গেছে ছোট-
আমিই ছুঁয়েছি সংকট ক্ষুধা
চির বৃহৎ উদ্ধত।


( পাবলো নেরুদার কবতাটি অনুবাদ করার চেষ্টা করলাম !)