চরাচর জুড়ে নাম জেগে থাকে
ঘরে মাঠে ময়দানে
আঁধারেতে থাকে জাপটে জড়িয়ে
সেজে রাখে সযতনে ।
হুবহু নামের প্রতিধ্বনিরা জাঁকিয়ে
রেখেছে সীমানা
ওঠাবসা তাতে বলা কওয়া সাথে
নিত্য আনাগোনা।
একেলা সেখানে কিছু কথাকলি
চুপাচুপি আনমনে
ভালোবাসা কিছু ফলেছিল বুঝি
কিছু প্রেম সযতনে।
কালের অতলে সে মলিন হলে
সময় হারিয়ে যায়
নাম পড়ে থাকে অতল কালের
মানুষ থাকেনা হায় ।