শর্ত রাখিনি কোন অপরাহ্নের বেলা
লোকালয় খোলারাখে, ভ্রুকুটিরখেলা।
অপবাদ থালাময় নির্যাসে ছড়াছড়ি
রোকেয়ার দেশে বেশ
                     পৌরূষ গড়াগড়ি ।
তাহাদেরও ভোর হয় রঙীণ সিঁথির মোড়
বেলোয়ারী খেলা চলে অন্তরে সাজঘর ।
চখোর চেয়ে যে জ্যোৎস্না তারো বিহ্বল নেত্র
বিভ্রম ঘিরে ধরে
                   দেহ কর্ষণ ক্ষেত্র ।
যুবতি চাঁদেরা চমকে মন ঘিরে থাক বৃন্তে
কুসুমিত গাছ আলেয়া কূট গন্ধের নিন্দে ।
পাথরেরো থালা হয় রচে দেয় ওরা সাগ্নিক
কবাটের পাশে অযথা
                     অমাবস্যার অাঙ্গিক ।