আমার অনিঃস্বার সময়ের পাশে
তোর রাহু,কেতু
বিনির্মাণ করে,ব্যবচ্ছেদ করে
এক অদ্ভূত অবকাশ


সরণীর পাশে অন্ধ দুয়ার
ক্রম হতে হতে মিশে চলে,মিশে চলে
সব অবকাশ
তীব্র হয় রূদ্ধ দুয়ার।