ওরাও সেজেছে হীরের মুকুটে
কত শত অলংকারে,রশ্মি চেলিতে
বরফ শীর্ষ তার -
চাঁদোয়া টাঙিয়ে সাতরং সেজেছে মশালে
রাশি শৌর্য সিঁদুরে,আবিরে
জমকালো কৃষ্ণচূড়াও,রাধার রঙ্গ থাক
খুব কাছে তার,টুপটাপ অগনিত
হীরক কুচিতে শুদ্ধরাগ সেও
দেবদারু,ঝাউবন প্রতিঅঙ্গে
খচিত উপহার -
সালংকারা এ প্রত্যুষ
নন্দিত খুশির আমেজ !
একগুচ্ছ কদমের চূড়
রেখেছি গুছিয়ে কৃষ্ণ শুধুই তোমার
এখনও হীরককুচি প্রতি ছত্রে
প্রতিটি রেণুর,পত্রে তার শব্দগুচ্ছ
কিছু অভিমান -
পড়ে নিও ভাঙা এই দুর্বহ যাপন
নিখাদ প্রেমিক হব সুসম্মত বউ
পরজন্ম লিখে রেখ সবটাই সুখ
পাখি পাখিনীর প্রেম যতটা আবেগ !
যতগুলো শাপতাপ পথভ্রষ্ট করে উড়ে যাব
মেঘের ভিতর,হাওয়ার ভিতর
দোল খাব,শিষ দেব
বটফল,কুচ ফল যতটুক জোটে
গুঁজে দেব কৃষ্ণপাখি,ঠোটের ভিতর !!