সাজছে শহর পোষের বাহার নানান ধরণ খেলা
বছর শেষের এই অবসর মাঠেই নামে বেলা।
রসন, বসন, ভ্রমণ সবই এই  সুবাদের জেরে
ভাসছে সকল আমোদ প্রবল রইবি ঘরে কেরে--
নলেন সুবাস ছড়িয়ে আছে রসোই ঘরের দায়
জীবনমুখী  বাউল গানের  উদাস  বাতাস বয়।
দিচ্ছে  উঁকি  মরসুমী ফুল  অলির আনাগোনা
মেলার হরেক সাজছে যতেক পিঠের বাহানা।
বারো মাসের তেরো পাবণ পকেট গড়ের মাঠ
খেলতে  হবে  বাঁচতে  ঢেকে  অবসাদের পাঠ।
জীবন খেলায় খেলছি ভুলে বাঁচনমরণধাপে
পরছি ফিরে  উঠছি  আবার আয়ুর বহর মেপে।
কাটছে ঝড়ছে রক্ত বেজায় লুকিয়ে ভীষণ ক্ষত
হাসছি বেজায় বুঝছে না কেউ আঘাত অত শত।
যে যার আদল টানছে প্রবল রসের ভাঁড়ের দাম
নাচায় কড়ে জীবন ভরে রসকাবারীর সঙ্ ।
চলছে জীবন ঘূর্ণি যখন প্রলয় বাহানায়
শেষের খেলা জমিয়ে এবার কে আটকায়।
ভাঙা জীবন দুলছে প্রবল চিড় ধরা সমাজ
আড়াল করে রাখছি বেবাক ফাটল কারু কাজ।
সাজ আড়ালে ঘুঁণের ক্ষতের প্রলেপ কতশত
পিঠে পুলির রসের মোহে জীবন পদানত।  


পিঠের নালে জীবন খোঁজে দোসর মধুযাম
আজন্মকাল নাচায় খোলস জীবন পরিণাম।