শোন ছেলে! তোমাকেই বলি
তুমি তো আমায় শুনিয়েছিলে
গত জন্মের পারাবত গল্প ;
অবাক্ হয়ে শুনেছি সেদিন
আমার নিঃসীম চোখে অদ্ভুত ভালোলাগায়
দেখছিলাম কি চমৎকার ভাবতরঙ্গ
তোমার চোখে মুখে সর্বত্র
কিছু বলিনি আমি ;
তেমন কোন অধ্যায়  ছিল না বলে
পাথর রেখেছিলাম মনের কোনে ।
যদি কোনদিন সময় পাই তো বলব
ভালো লাগাগুলো ছড়িয়ে দিয়েছি পথের বাঁকে,
মেঘের দেশে, না বলার দেশে


আচ্ছা তোমার দুঃখ নেই কোন ?
অভিযোগ ?
কারুর বিরুদ্ধে না ?
জীবন কি তোমার সার্থক ?
কোন হা হুতাশ,কান্না কিচ্ছু নেই ?


তোমায় বলছি, আমার পাথর'টা সরিয়ে দেবে ?
বাঁকের শেষে কথারা যেখানে অবাধ হয়ে ঝড়ে
রাশি রাশি ঝড়না'র মতো অবাধ, অগাধ
শোন ছেলে তোমার সেই প্রিয়া'র
গল্পটা আবার বলবে ?
আমি আবার ঝলসে উঠব,স্বপ্ন দেখব
চাঁদের তুষার ভেদ করে
সেই পক্ষীরাজের দেশে আমায়
আরেকবার নিয়ে যাবে তুমি ?
...........................................................