একদিন ঠিক্ হারিয়ে যাবো
পায়ের পাতার ছাপ রেখে-
দুশ্চিন্তায় ফেলবোই একদিন।
আমি বন্ধু বলছি, অনেক কথামালার,
নীরব অন্ত্যাক্ষরী ছত্রগুলো বিলিয়ে দিয়ে  -
একে ডায়েরীও ভাবতে পারো,
যা হোক কিছু নাম,নক্ষত্রও হতে পারে-
আকাশ বললে," ধ্যুৎ,
সে তো আমার আছে"
বললাম," আর একটি নাও"
বলল,"জায়গা কোথায়"?
"কেন? তোমার মনের আকাশ?"
সে বলল বেজায় হেসে,
"সেরার সেরা তারার মেলা
রেখেছি মান দিয়ে
ওরা সবাই কবি কিনা"
"আর আমি"?
হাসির রাশি উঠছে ভরে নীল গগনে প্রতিদ্ধনী,
"ওরা সবাই কবি কিনা
ওরা সবাই কবি কিনা"
হাতের কাছে খান কতেক
পান্ডুলিপি ছিল,
দিলাম ছিঁড়ে ,ভাল্লাগে না আর
আকাশ তখন উঠছে ভরে
অনেক অনেক তারার ভীড়ে
দিচ্ছে ভরে হীরের পালক
পুরষ্কারের নামটি জুড়ে
তারারা সব বেজায় খুশী
"বন্ধু" নামের মানে ভুলে
ছুটছে কোথাও আবেগ ভরে
পাচ্ছে খাতির বেজায় খ্যাতির
যাচ্ছে দূরে বহুদূরে
ধরমরিয়ে উঠছে জেগে
ঘুমন্ত সব তারার সারি
আমি তখন একলাটি এই
আকাশ কোনে বুনছি চাদর
নক্ষত্রদের বিচারসভায় মান যোটেনি,
পিছের দিকে আবছা আলোয়
ভাল্লাগে না নকশা বোনা
বোবার দেশে ভাসছি বসে
খুঁজছি উপায় নিরুদ্দেশের
হারিয়ে যাবো ভাবছি বসে
একদিন ঠিক হারিয়ে যাবো
আকাশ তখন গভীর আরো
যাচ্ছে সাগর জাহাজ চড়ে
নোঙর ছুঁয়ে আনবে ভরে
রত্ন,মাণিক,হীরক দ্যুতি
আমার তরী ঠাঁই পাবে কি?
বলছে," ওরা কবি কিনা"
প্রতিদ্ধনী আকাশজুড়ে।
আমি তখন খুঁজছি বসে
হারিয়ে যাবার কোন্ নমুনা
সাগর এসে বসল জুড়ে," আমায় নেবে"?
সাগর তটে রাখবো লিখে নামের আলো।
যেই বলেছি হারিয়ে যাবার
পূর্ণতা কই জোয়ার-ভাঁটায় ?
কে বসে ওই অকূল তীরে ?
ভীরবে তুফান কার আগলে ?
আকাশ তারা মুখ ফেরালো সাগর কি আর-
সঙ্গ দেবে?
একে একে উঠছে দেখি,উঠছে জ্বলে
মেঘের সাথে, বলছে ডেকে," বন্ধু জাগো,
হারিয়ে যাবার নেই সীমানা
মুখ বাঁধা এই আকাশ নীলে
যাও হারিয়ে নেই তো মানা"
আরও আরও তারা তখন উঠছে হেসে
বলছে এসো," আমরা আছি
মেঘের প্লাবন বেজায় ঢেলে আমরা ভাসি
আকাশ দেশে, আমরা আছি।
তোমার মতো আমরা মিলে
খুঁজবো সকল কথার রাশি
নাইবা পেলাম কবির খ্যাতি,
নাইবা পেলাম খাতির শতেক
আমরা আছি,আমরা আছি
আমরা তোমার বন্ধু নামের
অখ্যাতির এই মহান প্রেমে
তোমার জন্য আমরা আছি"।