হে রুদ্র,তামস বিদারী যুগ অভ্যুদয়
তোমারই তুর্য্যনিশাণ বাজে রে দুর্গেরে করি জয়..


বিশ্বের যত তমোঘ্ন অন্ধেরে বিদারিত
বীরের মুকুট জগতের দ্বারে সদাই অব্যহত..


এনেছিলে তুমি সেই প্রত্যয় কা-পুরুষ দুর্বলে
জাগাইতে ভবে দুর্দিণে যবে ভবতরী টলমলে..


দেখ নাই ফিরে দু্র্গটি ঘিরে মীরজাফরের দল
বাজায় দামামা বীর্য্য নিশাণ ধূর্যটি হলাহল..


শোষক শ্রেণীর বিভীষিকা তুমি হেনেছ বজ্রাঘাত্
স্বদেশের মান রাখতে সে দান বিরোধী ধূলিস্মাত্..


দাউ দাউ জ্বলে জিঘাংসা ক্ষোভ্ শাষক,শোষক ভীত্
ভারতের মাটি,শত্রুর ঘাঁটি শত শোষণের ভিত্..


ভাগ্যের মার হানিল তোমায় দুরাচার সন্ত্রাস
স্তব্ধ করিল বিদ্রোহবাণী অন্যায় কারাবাস..


যুগে যুগে ভবে পাপ দুরাচারে হানিতে ধ্বংস লয়
এসেছ তুমি,ধরেছ সে হাল হে বীর দুর্জয়..


ভীরু ভারতের দুর্বলতায় বারেক হেনেছ ঘাত্
জাগাতে চেয়েছ মাতৃমন্ত্র শত্রুর সংঘাত্..


ওরা বুঝেছিল ঘাতক,শোষক,খুনী বিদেশীর দল
ঠেলে দিয়ে পিছে আপন শ্রেণীর উন্নীত সম্বল..


তোমার মন্ত্রশিষ্য জপিল প্রাচীর দুয়ার ভেদি
শতশত বীর প্রাণ বিনিময় স্বদেশ উদ্ধার লাগি..


দিয়ে গেল প্রাণ তব জয়গান শহীদ বেদীরমূলে
স্বদেশের মাটি লভিল মুকুট সব ভেদাভেদ ভুলে..


নজরুল,রবি,সুকান্তদের অমর শান্তিবাণী
আমরা পূজেছি প্রতি ঘরে তাই ভক্তি-শ্রদ্ধা দানি..



(বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবার্ষীকিতে তার স্মৃতির প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি)