দিতে এলে মোহ্ ফল বিধাতার বেশে,মরিচীকা দেশে
উদ্যান ভরানো ছিল মিঠেল মায়ায় প্রেমের আবেশে।
দীপগুলি ম্রিয়মান সাজেনি অন্তর এলো ভবনের দ্বার
হয়নি গোছানো তব সন্ধ্যাপ্রদীপ, শাঁখ, রমনী অন্তর।
মেঠো পথ লালপাড় আলতা,সিঁদুর দিনভর মনমরা
পথগুলো বাতিহীন আঁধারে আঁধার হল  দিশেহারা।
কে এক ভিনদেশী রাখালিয়া বাঁশি উদাস প্রণয় সুর
চমকি তখনি,"ওহে দরদিয়া,জেনেছ কি ঠিকানা প্রভুর?
বলেছে সে এমনি ঘন বাদল বরষে টোকা দিবে দ্বারে
দয়িতে বাঁশরী জাল মোহে আসিবে  সে মিলিবারে"।
ঘনঘোর চারিদিক রাত্র দ্বি-প্রহর  ঘুমে জগত্সংসার
একা ঠায়,কে এক ছিন্ন বীণে যেন প্রিয়া তরে নির্বিকার।
নিভেছিল ক্ষণেকের মিলন বাঁশরী,আঁধার মিলনবাসর
প্রকৃতির ঘনঘোর বিষাদ ঘিরেছে কুটীর, তব ফুলহার,
আলো হয়ে জ্বলেছিলো অন্য কোন প্রিয়া সুখে অন্তর।
নাচে,গানে মুখরিত রাশি কত প্রাণের আকুলি দিনভর
দিতে এলে মোহ্ ফল বিধাতার আকাশ প্রদীপ সেজে
সহসা মিলালো প্রভাতে মিছে আলেয়ার বীণ বেজে।