পর্দা তুমি ঢেকে দাও অহেতুক কৃপণ সভ্যতা
ঘর-দোর, দীর্ণ, বিবাদ জোড়াতালি সখ্যতা।
গতকালই কন্যা ভ্রুণ হত্যা হল আমার প্রগতি
ডিগ্রীধারি কলামের নিয়মিত আলোড়িত স্তুতি।


খুলে যায় দৈন্যতা মুখোশের প্রাঙ্গণ প্রকট আবহ
পর্দা তুমি ঢেকে দাও নিত্যকার অন্তরাল মোহ।


তুফান জোয়ার উঠেছিল মাসখান অতসী মেয়ে
ঝড় ওঠা ধর্ষিতা এক কোনে আজ আঁধার বয়ে ।
গাল পারে বেকারত্ব রাত্র প্রহর তিন,চার, ছেলে
টেনেটুনে ঢেকে দিই রেখে সেই পর্দা আড়ালে।


স্ত্রীও আলগোছে অফিস ফেরত বাবুদের গলাগলি
সহেছি মরণ ব্যর্থতা সামাজিক  নিঃশব্দ দলাদলি।


সব অবক্ষয়, নিরেট ভঙ্গুর অবয়ব,ঢেকে দাও,পর্দায়
নিষ্ফলা মাটি ঢাকো,শুষ্ক দাবদাহ,সমাজ ভাঙণ দায়-
সন্ত্রাসী দাঙ্গা ঢাকো, দীর্ণ ভিটেমাটি, শোকাতুরা নারী
ঢেকে রাখো গরমিল, তবুও প্রশস্তি  জীবনে সঞ্চারী।


ভাটার তৃষ্ণা ঢাকো,পিপাসার জল,ঢাকো দাহ রোগ-
বিরহ,বিচ্ছেদ। লালসা দ্বন্দ ঢাকো নিষিদ্ধ আবেগ।
বিবাগের আশা ঢাকো,পাওনার ভাষা,বিলাস ব্যসন-
ঢাকো, অকথা, কুকথা। ঢেকে দাও সমাজ স্খলণ।


নিদারুণ ক্ষত বিক্ষত পর্দায় ঢেকে দাও জ্বরা,শোক
শৌখিন পর্দা আড়ালে ঘুঁনে ধরা সমাজ বর্তে থাক।
দাপুটে বাতাস রুখে আমরাই স্টেজ চরিত্র প্রত্যেক
যবনিকা ঢেকে দেব আসল নকল শত ভ্রষ্ট বিবেক।