মোরগের মিছিল মেলায় উচ্চকিত স্বর
      জিন্দাবাদ বাজেট বহর,প্রভাত খবর
         মালিকেরা একজোট ক্ষুব্ধ ক্রেতারা,
            জোট বেধে দোকানীর করেছে হামলা
               দামে দরে লোকসান ডিমের আকার
                  বাড়াতে হবে বাজেটে ডিমের প্রকার।      


শুনে রাখো প্রিয়ারা--ত্রিরংয়া কাপড়ের আমরা স্বদেশী
                স্টপ করো ডিম পারা ওরাও নিবাসী
                      খাও সবে ঘাস পাতা,প্রকৃতির জল
                           আমরাও ভেট চাই নইলে বিফল
                                সুষম খাদ্য চাই কি বল তোমরা??
                                     নতুবা ক্ষুদ্র হবে ডিমের প্রকার।


সভাপতি হাসের জবর কথা-নিশ্চয়ই হক্ কথা প্যাঁক প্যাঁক রব্
                         গুগলি ও শামুকের পচা গলা খেয়ে
                             জীবনের ঝুঁকি গেছে অধেক হয়ে
                                পাগলের প্রলাপে আমরা জমাট
                                 হক কথা মোরগ ভাই মিছিলে ভরাট।


অধিপতি মোরগের ইশারা-- সভায় ঢেকে রাখো কিছুকাল-
                        ডিম সংশয়,তারপর শিশুদের বাহানার জের
                              ছাড়খার ঘরদোর ক্ষিপ্ত রোষের
                                দোকনীর ঘুম ছোটে ওষুধ দোকান
                                   ডিম হয়ে ক্যাপসুল পিলের সমান।


দুনিয়া পাগলখানা-- শুধু পাগলামি,ভরে যাবে প্রলাপের--
                         কত আমদানী, ডিম ছোট আরো ছোট
                             ক্রম অনিশ্চিত,পাতে পরে রবে সেই-
                                পঁচা,গলা ডিশ্,মানবে ক্রেতারা সব-
                                   দফা আবদার প্রকারের ভেদ হবে
                                     এই আবদার।ঠুঁটো ক্রেতাদের-
                                                   দলে যত অবতার।