অম্বর হতে সংবাদ আসে কোথা তুমি নির্ভর হে সুন্দর,
হে সুন্দর।
জাগে অন্তর,প্রবাহ দুরুহ ,জাগে চিত প্রান্তর,হে সুন্দর
হে সুন্দর।
দুর্বহ বানে মুর্ছায় হানো মোহ্ মায়াময় জাল,হে সুন্দর
হে সুন্দর।
তুমিই গো ত্রাতা তুমি যে বিধাতা তুমি যমুনার জল,হে সুন্দর
হে সুন্দর।
বিগ্রহ তব ফুঁসে ওঠে ত্রাস চরম তিতিক্ষার হে রুদ্র
হে সুন্দর।
ধরণীর আশা তোমাতে পিপাসা,তুমি মরু কান্তার হে সুন্দর
হে সুন্দর।
পৃত্থীর প্রাণ তুমি অবিরাম,তুমি মোহ কামনার,হে সুন্দর
হে সুন্দর।
কামদেব তুমি কাঞ্চণময়, তুমি ঋষি ভৈরব,হে সুন্দর
হে সুন্দর।
গর্জিত মেঘ প্রলয় পবনে তুমিই ঢেলেছো প্রাণ,হে সুন্দর
হে সুন্দর ।
তুমি দুর্গম দুষ্কর তুমি,তুমি আশা ভগীরথ, হে সুন্দর
হে সুন্দর।
অন্দর হতে গর্জণে হানো তীব্র সে আশঙ্কার, হে সুন্দর
হে সুন্দর।
জর্জিত মন তুমি উপবন তুমি যে কর্ণধার,হে সুন্দর
হে সুন্দর।
কম্পিত ভাষা সমুখে দুরাশা তুমি করুণা সাগর,হে সুন্দর
হে সুন্দর।
চিহ্নিত চির চঞ্চলমন চতুর চিরন্তন,হে সুন্দর
হে সুন্দর ।