যদিও পৃথিবী উদাস মরুতে রেখে বিধাতার ছাপ
কোনখানে বল কোথায় রেখেছ হৃদয়ের উত্তাপ?
নিভিতের ঘরে চিরকাল ধরে চেয়েছি যে উত্থান
বিষম পাষাণ উদাস প্রহর পার করে  অবদান।
যদি অনাহূত অনুরাগ তব বিশ্ব বিদিত মোহতান
কোথায় বল কোনখানে প্রেম বিজয়ের সাম্পান ?
পাঁজরের প্রতি কন্দর খুঁজে পেয়েছি শুধুইবিদারণ
সংবিত ফেরে মুর্ছা তথায় দাসী বাদী খেদঅকারণ।
বন্দিত কথা নিন্দিত যবে চেতনা হেনেছে উঞ্ছবৃত্ত
রঞ্জিত আলো বন্দিত হলো বীর জয়গান চিত্ত।        
নিষিদ্ধ গান তার সমাধান তোমরা মহান অবতার
হেরি শেষ গতি তবু দুর্গতি হানে সংশয় দুরাচার।
চেয়েছি আসল প্রেম সম্বল তির্যক লালে লাল
কোথায় বল কোনখানে আছে সেই প্রেম সম্বল?
যদিও আঁধার অথ্ সমাচার ভোগের ভাগের স্পৃহা
প্রেম খুঁজে ফিরে অনাচার এই কারণ সুধায় কে বা?
ফিরে যায় যার কঠীন অন্তর রয়ে যায় যে থাকার
যুগ উপহার এমনি কদর ঘুরে ফিরে সে চক্রাকার।
কালের অতলে ডুবন্ত জল জাপটে ধরেছি উদ্ধার
মুখোশ ঝাপটে দুরাশা ভুলেছি তুমি যে পয়গম্বর।
যদিও প্রবাদ লিখে আপবাদ প্রেমিক নামে প্রহসন
কোথায়  বল  কোনখানে আছে তৃপ্ত সে  মধুবন?
বারের কপোলে করে করাঘাত বুক ঠুকে জয়গান
ঘাসের শিশির এঁকে দাও বুক মাটির অশ্রুস্নান।
হাজার জলের চোখেরা বলেছে নীরব মর্ম মুখে
বয়ে গেছে হায় কোন মোহনায় নদী জোয়ারবুকে।
শুনেছো কি সেই নিস্তরঙ্গ ঢেউ কথাদের ব্যাথা?
সঙ্গম শেষে বালিশের ভাজে লোটায় নিবদ্ধতা।
যদিবা মরুর মেরুতে ফুটেছো অলিময় উদ্যান
কোনখানে বল কোথায় রেখেছো প্রেম অভিজ্ঞাণ...???