আমার নীরব হৃদয় নিভৃতে----
চৈত্র্য প্রখর নিথরদগ্ধে এসেছো তুমি।
     বিস্তৃত সান্ধ্য চাঁদ-যেমন---
দুঃখী আকাশটাকে দৃঢ় আলিঙ্গণে ভরে-
একটু একটু করে দখল করে চরাচর-
     আমার বেগতিক জীবন-যৌবন,
   দগ্ধ দিনগুলো,আমার আস্ত পৃথিবী-
দখল করেছো তুমি চন্দ্রালুপ জ্যোত্স্নায়।


অসহায় আমি, আমার সারাটা যৌবন--
পৃথিবীর সমস্ত কলহ ঘিরে একদিন,
বর্দ্ধিত দাবি-দাওয়াসহ আমি আজ-
   -সে কৃতিত্ব সঁপেছি তোমায় ।


        রঞ্জিত চাঁদ পূর্ণ-প্রকাশে--
তরণীর সৈনিক, বয়ে যায় নীরবতা বেয়ে-
ঠিক তোমারি টুকরো চাহনি জ্যোত্স্নায় ঢাকে--
   ঝাপটা হৃদয়ে তোলে স্ব-গঠিত ঢেউ--
আমার বিস্ময়গুলো ঘিরে তার স্বাদ শুধু বদলায়--
   হৃদয়ে লেগে থাকে তার দরদী আঁতর।


   এই বিশ্বাস,এই স্বপ্নিল বেশ-এই রেশ
সৌরভে মাতোয়ারা প্রেম জমে যায় শহর নগরে--
   যখন আসো এ হৃদয়ে স্থিত উত্তাপে,নিভৃতে-
  থেকে যায় শুধু মূহুর্তের স্বেদ মৃত চৈত্র্য উত্তাপ---
আমার প্রিয় বালুচরী ভাজে,কতকাল আরো দীর্ঘকাল---


You come to the silence of my heart,
Of a still summer night,
When the fullmoon envelops
the desolate sky in a deep embrace.
And my youth,my whole beings,
the world that I call mine----
are all surcharged with
the glory of your advent.


Like the fullmoon
sailing across the silent summer night.
Your sad eyes keep a lovely vigil
over all my wanderings
and your anchal envelops me with love


All my sorrows,all my dreams
are made fragrant
when you come to the silence of my heart
of a still summer night.        by----
                                  ----KITISH ROY.