আমার অমরত্ব পাবার ক্ষণে অন্তত একবার
জ্বলে ওঠ আমার স্বদেশ---আমি চাইনি দ্রোহকাল,
মুহূর্ত স্ফুরণের পারস্পরিক দ্বন্দ বিকৃত লেনদেন বরং--
প্রাগৈতিহাসিক প্রাপ্তির ঘরে চোরাবালি ছেঁকে---
যেটুক রত্নের সন্ধাণ আছে রেখে দিই শহর প্রান্তে--
হে অতীত,প্রত্নে পেয়েছি প্রচুর সংজ্ঞা সভ্যতা অভিজাত--
আদিম তন্ত্রের তন্ত্রীতে মিশে আবিষ্কারের কৌতূহল--
ফিরোনা অতীতে, সেখানে ছিলনা সংস্থাণ আগামীর প্রত্যুষ--
সেই ফর্মূলা ঢেলে সমীকরণ তোমাদের সমাধান যদি--
জন্মায় প্রাগ্ লগ্নের আদল মানুষ বন্যজাত,হিংস্র নখরময়--
হে সভ্যতা মুখ ঢাকো সত্ত্বর,সত্যতা প্রান্তে যদি ক্ষয় হয়--
যাবতীয় জৈব উপাদান, আমার স্বদেশ জ্বলে ওঠ সভ্যতায়--
প্রাকৃতিক জীবন্ত আলোয় দেখে নাও সঠিক উপাদান--
অতীত নয়,সমুখের চিরন্তন আঁধার সরিয়ে পর পর জ্বেলে দাও---
প্রজ্ঞা প্রদীপ, প্রাক্ তন্ত্রে বুনে দাও আগামীর স্পৃহা----
নগর প্রান্তে রাখো প্রমাণ তোরণ--আমার স্বদেশ চিরন্তন,
-পোষ্টার ছেপে দাও আমরা স্বদেশী-আমার অমরত্ব পাবার ক্ষণে--
-----অন্তত একবার জ্বলে ওঠ আমার স্বদেশ।