সমুখে দাদা, দিদি আবডালে প্রিয়া
              মনের প্লাবন বয় দুকূল ছাপিয়া,
শুনেছিতো ডাকাতির কতনা কানুন
              দিনের আলোয় ফেরে হৃদয়ের খুন।
সমুখে মধুর বুলি আড়ালে মদির
               ঝোঁপ বুঝে কোপ মারা মানুষ স্থবির।
প্রণাম বহরে কাঁপে ঠাকুরের ভিত্
                প্রণামীর ভেট বারে পাপের বিহিত।
আমার প্রেমিক তার উপ প্রেমিকায়
                মস্করা তত্পর প্রবাদ জানায়।
দুনিয়া চালাক ভরা বোকা যথা তথা
                 খেয়াল খুশীর খেলা খেলায় বিধাতা।
দান দিই যে যার মাঠে ময়দানে
                 আসল খেলার দান তার অভিধানে।
মন জুড়ে হাঁক,ডাক কথার সূতলি
                   কষায় ছিটের গা কত রঙ্গোলি।
ফন্দির বারোয়ানা ফিকিরের মজা
                    ল্যাজ শেষ বরাবর ফকিরের রাজা।
আড়ালের উপফল ফলায় সময়ে
                     শেষ প্রেম রেশ প্রেম ঘাত সংশয়ে।
চালাক চতুরে মিশে তছরুপ কথা
                      বুদ্ধির ধারাপাত বিদ্রূপ তথা।
সমুখে পোষাকের হায় বাহাদুরি
                        চ্যাটের বাহার দেখ নগ্ন শরীরী।
পরিপাটি বেশবাস বোতল উন্নতি
                        চরকির ছ্যাঁচড়ামো ইতি অসংগতি।