আমি বারো, প্রথম তোর চোখের ভাষা লাল  
তোকে দেখা আঙুল ভাঁজে কার্নিশ আবডাল।
আবিষ্কার এক অন্য জগৎ আমরা পুরুষ নারী
  খেলার চ্ছলে অজুহাতে একটু ভাব আর আড়ি।
    স্পর্শে জাগে ঢেউয়ের জোয়ার আবিষ্কারের নেশা
প্রথম তোর সুঠাম দেহে সমর্পণের ভাষা।
চিলেকোঠায় প্রথম, দাহ্ ছড়িয়ে দিলি মনে
প্রথম ছোঁওয়া বুকের আগল প্লাবন আগুন ক্ষণে।
মান ভাঙালি লজ্জা পেলাম প্রথম উন্মাদনা
    বইল প্রাণে প্রেমের কাঁপন দ্বন্দ আগাগোনা।


তখন তেরো, মুখের আদল পুরুষ্ট যৌবন
   একসাথে ছল্ খেলা-ধুলো গুলিয়ে কেমন গেল
স্কুল পথে তোর প্রথম চিঠি বক্ষে প্রলোভন।


পরের বছর ডাগর অামি, প্রেমের আমন্ত্রণ
     সেদিন রাতে বৃষ্টি পশল প্রেম এসেছে মনে--
জোয়ার প্লাবন সেই যেখানে চিলেকোঠা ক্ষণ-


তুই আর আমি নারী, পুরুষ শরীর প্রতিশ্রুতি
বুঝেছিলাম প্রথম ঝলক প্রেমের অভিরতি---।