শরীর ছেড়ে এই উঠেছি আমি পাশে শবদেহ
থমথমে যাত্রীরা তদ্বির আয়োজন শোক প্রবাহ।
বাহানার জুড়ি নেই সমাদর স্বজণ তোষণ খাতির
কই দেখি নাই প্রয়োজন যখন সে বিষাদ তিমির।


অতীতের দিনগুলো কানাকানি গুজরান উঠাবসা
শব রেখে গেছে ঝঞ্ঝার প্রাগভাষ বাতাসে সহসা।
জলের প্লাবন ভাসে মৃতপ্রায় শহরের বুক ছেপে
তান্ডবে মেতেছে সমুদায় মৃত শরীর ঢেকে রেখে।


উঠেছি নতুন দেহে আমার ভূমের শত উন্মাদনা
একদা স্নেহময় এসেছি গৃহে আজ করুণ বাহানা।
ভুলেছে সকলি আজ লোভের ঈর্ষারা দেয় হানা
শ্রাদ্ধের দীপ জ্বেলে শামিয়ানা তাম্বুল করেছে রচনা।
ছিল যারা সহোদর পুত্রসম আত্মার দোসর সুজন
মারণের ব্যাধি লয়ে মন্ত্রতত্ত্বে একমত্ মিলে প্রবচন।


বাতাসের বেগ লয়ে প্রকৃতি নিনাদ শুনি প্রমাদের সুর
স্রোতের শৌর্য্যময় পাহাড়ের নিষ্করূণ ভাঙণ কারুর।
ঝড়ে গেছে আধোবুলি শিশুদের যৌন উপাদেয়----
কামনার ভাষাময় স্নেহহীন সমাজের হায় শুধু হেয়।


ভর করে এর তার চরিত্রে কতভাবে দেখি প্রহসন
আমি নয় আমারি সম্পদে ছিল ওদের আয়োজন।
আমি শবদেহ,সমুখে ১ম পর্ব প্রচেষ্টা অশ্রু বিসর্জণ
আড়ালে তার চলে শত কারবার শহরের ধন্আহরণ।


কাড়াকাড়ি হুড়োহুড়ি নেবে কোনভাগ সামনে পেছনে
কে বোন,সহোদর স্বজণের বাহানার সব গেল থেমে।
কষাই হেনেছে বান হৃদয়ের হয়রান দেখি আমি শব্
আমি শুধু লিষ্টের ঋণ আর দ্বন্দের পাওনার নির্ণেয়     হিসাব।


  (২) কবিতা---ব্যঞ্জণবর্ণের চ্ছটায়


ক--কথা কয় কাকতুয়া কাকাদের কির্তীর
খ--খেলা খেলা খোকনে খায় খই খর্জুর।
গ--গান গায় গুনবতী গর্ভিণী গনশার গিন্নী--
ঘ--ঘরময় ঘন্টের ঘনঘোর ঘোরাঘুরি ঘূর্ণি।


চ--চেচামেচি চৈচুর চমকিত চারিধার
ছ--ছোঁয়াছুঁয়ি ছাঁদনায় ছাউনির ছাড়খার।
জ--জবর জবান জ্যাঠা জমায়েত জয়পালো
ঝ--ঝাঁটার ঝঞ্ঝাটে ঝি ঝামেলা ঝাড়ালো।


ট--টইটম্বুর টং টকটকে টাকে,টনিকের টুকলি
ঠ--ঠাম্মার ঠোক্করে ঠনঠন ঠুংরি ঠাকুরের ঠুলি।
ড--ডালনায় ডালডা ডিনারের ডিশ ডিশমিশ
ঢ--ঢাকঢোল ঢাকনিটা ঢাকীর ঢাকাইয়ের ঢুস্।।


ত--তবলচী তবলায় তাল তোলে তাতাধিন্
থ--থতমত থমথমে থানাদার থানোয়াল সিং।
দ--দাদরার দাদনে দাদীর দাপটে দুরুদুরু
ধ--ধার্মিক ধর্মার ধার্যের ধর্ম ধার্ষ্টামো ধীরু।


ন--নন্দীর নন্দাই নাটুয়ার নিবিড় নীরাজন
প--পৌষের পিঠা-পুলি পায়েস পরমান্নন্।
ফ--ফিরিস্তি ফিসফিস্ ফন্দীর ফতোয়ায়
ব--বায়নার বাহাদুরী বেমিসাল বেড়ে যায়।


ভ--ভক্তের ভগবান ভক্তযে ভজমান ভৈরব
ম--মাংস মাছ মাগগির মাগুরের মহারব।
য--যজমান যে যাহার যতেক যোগানদার
র--রসুই রসিকজন রসনার রক্ষণ রান্নাঘর।


ল--ললনার লালনের লেলিহান লেহ লম্বোদর
শ--শক্ত শিষ্টাচারে শীলিত শ্রীকৃষ্ণ শৌহর।
স--সারাঘর সংসার সবাকার সংস্থাণ সমাবেশ
হ--হাঁউমাউ হাঁক হেঁকে হাজার হিড়িক হেনক্লেশ।


( বাকী বর্ণগুলো দিয়ে হয়তো বাক্য তৈরী করা যেত কিন্তু প্রতিটি
শব্দই একই বর্ণ দ্বারা হত না। পাঠকেরা কেউ পারলে করে দেখালে খুশী হবো )