জন্মেছিলাম সেদিন আমি প্রকৃতই মানুষ ছিলাম
বাধ্য হয়ে পড়ার ঘরে নিয়ম করেই পড়ছিলাম
ফুটল কিশোর সময় যখন এক আধটু সাধছিলাম
সমাজ মেনে সকল কথার সম্মতিতে মত্ দিলাম-


একটু করে মানুষ নামের লিস্ট থেকে বাদ পরছিলাম
যুবক হলাম আপন নিশান  যখন  কলেজ করছিলাম
রাজ্যনীতির,সমাজনীতির লবিতে কাজ ধরছিলাম।
নিজের প্রভাব একটু করে বুঝে নিতে শিখছিলাম----
আপন কদর জবর প্রহর নিজের আখের শিখছিলাম
প্রথম আমি মানুষ লিস্টে  অনেকটা বাদ  হচ্ছিলাম-


প্রকাশ্যেই  ওদের গোপন তথ্যটি ফাঁস করছিলাম
ওদের কায়েম ষড়যন্ত্রের নথীর শলাই  বলছিলাম--
মানুষ কথার বাহার থেকে তিনভাগ বাদ হচ্ছিলাম।
যেদিনআমি অফিস কাছাড় আড্ডাতে বাদ সাধছিলাম
পাড়ার  ঘরে নষ্টামি আর তোলাবাজির সরব  হলাম
আমি যেদিন লুব্ধ-লোলুপ প্রৌঢ় বসের ভুল  ধরলাম
বসের রোষে প্রথম সেদিন ইতর মানের খ্যাতি পেলাম।


যেদিন আমি অফিস কলিগ মিথ্যা মোহে সরব হলাম
সদস্যপদ লোভীর দাপট প্রথা মেনেই খারিজ হলাম।
দেখল সবাই হাসল সবাই বলল লিস্টে নামাও ও নাম
ধীরে  আমি  মানুষ  সমাজ  কেমন যেন ভুলছিলাম।
যেদিন আমি জন্মেছিলাম প্রকৃত-ই মানুষ ছিলাম।