কাঁনাকড়ি নাই এনার্জি তাই প্রতিরোজ দুনিয়াকে
দেখাতেই হবে আমি এই ভবে এন্ট্রিবিহীন বাঁকে-
গোঁজ দিয়ে যাই মনুমেন্টের শহীদ  বেদীর তলে
অন্ধের ছলে বাটি লাঠি হাতে বাবুদের পদতলে।
জন্ম ছিল না  সোনার চামচ  ভাগ্যহতের  খেলায়
লিখে রেখে গেছে ভিক্ষার ঝুঁলি আধোভাঙা থালায়।
বাবুরা দিয়েছে নাম ধাম আরো যশ প্রতিযশ মান্
তাই বেঁচে আছি কোনমতে যাচি আপনার সংস্থাণ।
প্রতিদিন ভোর নিয়ে যায় মোর  গতিময় পরিচয়
বাবুরা তাহার তোলে পরিণাম যার যত ক্ষমতায়।
ভীষণ দামী  ভিখারীর থালা পয়সা ছ য়েক দাম
জীবনের দাম তারও চেয়ে কম উঠা পড়া হরদম।
মৌজের কাছে ক্ষমতারা আছে নিত্ নানা অজুহাত
তাই দিয়ে ওরা বর্ণজাতের হাল্ গড়ে দেয় জন্নত্।
যখনই ভীষণ ঝড়ের তুফান প্রাণগুলো এলেমেলো
মাঝির ভুলের মাশুল গুনেই কালোবাজারিরা এলো-
দু,এক টাকার মোকাম জবাই মেয়েছেলে মাল্ নাম
ওঠায়, নামায়,  চালায়,  বিকোয়  বাবুয়ানি সম্মাণ।
প্রতিরোজ ভোর সুর সাধা গলা যাও যদি সে পাড়ায়
কানে যাবে ঠিক্ বুঝে নিও দিক্ ছ পয়সা প্রাণ হায়।