তোর চাল দাবার থুরি ক্যারাম ঘুঁটির,
অন্যের ঘাড়ে দাওয়ের রসদ-
এই আমি প্রথম চাল, তোর শূণ্য প্রত্যাশার ঘাড়ে-
শুধুই হতাশা,কত আর মারণের কূট চাল চলে--
প্রমাদ গুনে ক্ষান্ত বিষাদ প্রহর---

আরো কিছু কুরুক্ষেত্র হলে, কৃষ্ণের-
সুলভ দর্শণে আমাদের পরমাত্মা কেউ
বলে দিত মহান সুযোগ দুর্বল ক্ষত।
বর্ধিতের দুই দিক কৌরব,পান্ডব হলে,
সেদিনের প্রত্যাশা মতো--
অধোগতি পৃথিবী দ্বন্দময়
তোর চাল ছাপিয়ে অথৈ নমুনায়
শত পুত্রের অকাল বোধন।
আমাদের কালের ঘরে অনিষ্টা যাপন।


অনুচ্চার রাজ্য জয় পালাকার নিষ্ঠা সাজায়
টুঁটি চেপে ক্যারাম ঘুঁটির চালে--
তুই আমি বনাম, সত্যাসত্যের বিরোধ-  
বেবাক কূলশীল অদম স্পৃহায় রিরংসায়
দৃশ্যান্তর মুখ ধরা যায় প্রকট বিজয়।

তোর ঘুঁটি চাল আমারও তদ্রুপ,
কারো হারজিত্ বেয়ে ধরা যাবে--
নিশ্চিত রিপোর্ট যুদ্ধ ব্যবচ্ছেদ,
কার কতো ডলার ছুঁয়েছে বৈধের,কার নৈরাজ্যের--।