কত শতক চলে গেল স্থির হয়ে ঘাসের উপর,
    একটাও কবিতা হল না---
         মনের কব্জায় ঘিলুর কার্ফু জারী রয়েই আছে
   কত উপাসনা কফিনবন্দী ইচ্ছার অধীন সমাধি হয়ে গেল--
    একদিন ইতিহাস হয়ে যেত,সম্ভাব্য উপস্থাপনায়
        সেও তো কালের নৈতিক মূল্যে অপ্রাপ্য রয়ে গেল।
       কি করে কবিতার পাসপোর্ট হবে......??


সামাজিক বিধি-প্রয়োগগুলো প্রাচীন বন্ধ্যাত্ব মেনে নিয়ে--
        বলে গেল অস্থির হয়ে থেকো--
            একক বিনিময় স্থায়ী হল না--
       রসদের কফিন বাহীরা দেখি সেই যাযাবর-
           আদম কালের ক্ষুধা তবুও জলজ--
  ছেড়ে দিলে দ্বিধাময় অন্ধত্ব ঘোচেনা অথচ প্রলাপ,
     কি করে প্রেরণা হবে কালের পাতায়--??
         কি করে এনে দেব প্রচ্ছন্ন প্রজন্ম?
  
কত ভোর হল,কত উত্তাপ প্রান্ত ছেড়ে রেখে গেল অমিল প্রস্তাব
        কোথাও দেখিনা স্বচ্ছ চলাচল্--
          কি করে অন্তিম ভবিতব্য হবে?
      কি করে বানাবো ভাবী ইমারত?
       একটানা ইতিহাসে অমৃত প্রেরণা
কত শতক চলে গেল, তবুও স্থির হয়ে ঘাসের উপর।
                  কি করে কবিতার পাসপোর্ট হবে...??