আমি
এক অভ্রান্ত নিষ্ঠার মোহ
উঠা,পরা নিকেশের শেষে
নিটফল প্লাস-মাইনাস-
কোথাও স্কোয়ার ট্রিপল
কোথাও ডিডাকশন্ ডবল,
সমাধানে চির দীর্ঘসূত্র--
ফর্মুলার প্রয়োগ যাপন..
গরমিল কখনও অদৃশ্যত-
মিলে যায় সহজ কখনও....


              মা
যদি মাটি হয়ে মিশে যাই মানব শরীর
যাবতীয় রসদ গর্ভজাত শেকড়ে বাসনা
তোমার অঙ্গে অঙ্গ রেখে জীবন মরণ
তোমারই অলঙ্কার সজ্জা,ভূষণ এ জীবন


            মানুষ


কোথা হতে এনেছ সম্ভার মানব প্রজাতি
জীবনের শতেক যোজনা তবুও আহুতি
সংজ্ঞায় খাপ খায় কখনও বেখাপ বিরতি
আপেলের বংশবত প্রথা ছিল অসম সংগতি
নিয়মের কারসাজি গোপন প্রথায় ব্যবহার
জুড়ে নিয়ে যান্ত্রিক সভ্যতা শিল্পায়ন সম্ভার
এগিয়েছে যুগের কদর এই জীবন বাহানা
পৃথিবীর গাড়ী চড়ে গন্তব্যে মানুষ নিশানা......।