স্বাধীনতা এসেছে পেরিয়ে ৬৮ র বলিদান
শোষণমুক্ত স্বদেশ ভাবনা মুক্তির জয়গান।
কত প্রাণের বলিদান দিয়ে রক্তের অবদান
দিয়ে গেল যারা জীবন বিলিয়ে মুক্তিরসন্ধাণ।
পেল না কিছুই আমাদের তরে ভ্রান্তিরপ্রকরণ
আজও গেয়ে যাই আগস্ট মহান সেই জয়গান।


আশা ছিল কত গণতন্ত্রের-সুখের অবস্থাণ
বৈষম্যহীন একক পৃথিবীর একত্রে উত্থান।
প্রতি ঘর হবে মুক্ত দুয়ার প্রতিজন আপনার
মুখে তুলে দেব  সবার  অন্ন, বস্ত্রের সংস্থাণ।


তফাত্ রবে না ধনী-দরিদ্র সহযোগ বিনিময়
এক পৃথিবীর ছাঁদের তলায় মৈত্রী সখ্যতায়।
ফিরে গেছে যারা পুঁজিবাদের শোষক সম্রাট
স্বস্তির শ্বাস বয়ে কি এখনো মুক্তির বিভ্রাট??


পেয়েছি কি তার সমান দাবীর প্রকার প্রকরণ??
ক্ষমতা গিয়েছে গোষ্ঠীপতির মুষ্টির আয়োজন।


এক গেছে এক এসেছে আবার ক্ষমতার ঝঞ্ঝাট
যুগের পাথর ঠেলেই চলেছি পাইনি মুক্ত কবাট।
একে একে গেছে বন্টন হাল লঙ্কা  প্রথায় বয়ে
যে গেছে সেথায় রাবণের ন্যায় প্রণালী সমন্বয়ে।


বাংলা মাটির কপোলে ওরা  বহিয়ে  রুধির  স্রোত
বলেগেছে চুপে জাগো জোয়ানের প্রজ্ঞার বোধাবোধ।
রক্ষক  আজ  ভক্ষক বেশে  ওরাই কালের জাগরণ
কোথা  শহীদের  সংগ্রামী সেই  স্বাধীনতা  প্রবচন??