তোকে তো হয়নি বলা বোন কি যে হল ল্যপটপ্
প্রবলেম খুললেই নকল ইউজার ফরম্যাট ননস্টপ,
স্ক্যান করে বিস্তর টাকা নিল গুচ্ছের দুষ্ট দোকানী
কি? না রে বুঝিনি প্রথমে পরে দেখি এই হয়রানি।
কেমন চলছে তোর কুস্তি  প্রশিক্ষণ, জানাস খবর
ধরে নে না আমি বাড়ীতেই আছি তোদের চারধার।
যেখানেই যাই ফাঁদের বালাই দেখি দালালির চর্
রাগিস না বোন্ বেঁচে থাকা আজকাল বড় দুষ্কর।


বাবাকে জানাস না নিদারুণ সমস্যা নিয়ে বসবাস-
আছি বেশ কিছুকাল,এভাবেই চলে আমার সহবাস।
যাক্,অনির চাকরী প্যানেল হল কি সুরাহা দীর্ঘকাল?
বলেছিলি  মামা বলে মন্ত্রী  কোন্  সুপারিশ সম্বল?
কি বলেছে অফিসওলারা,ফাইলেই ডুবে আছে কাল্?
দেখেছি টেবিলগুলো ফাইলের গুদোম ভরা জঞ্জাল।
চাকুরীজীবিরা মন্ত্রী পোষ্য আর আমলার অন্ধ মাকাল্
দেশ দশ সব খাবে তবু যাবেনা ওদের অভাব বেহাল।


আমরা দেখছি বোন দেখছি যন্ত্রণা নিত্য শতেক গঞ্জণা
নিপীড়িত বেকার  জীবন,আর  গুপ্তকক্ষে মারণ মন্ত্রণা।
জানি সব গ্লানিময় তবুও জীবনআছি বেঁচেবর্তে ক্রমে
জানাস  না মাকেও বড়  কষ্টকর ব্যর্থ  নিঃস্ব বিভ্রমে।