এস আজ এই সেয়ানের কোলাকুলির খেলা
        মুখ মুখোশের আড়াল গড়ি ভন্ডবাজীর মেলা।
প্রেম সায়রে সং হয়েছি কি আসে যায় রংয়ে
        ভরং বেশে ত্রিভুবনে খুশ মেজাজের ঢংয়ে।
ভাসতেছিল প্রেম দরিয়ায় কূট কাচলির শব্
        জড়িয়ে তারে ছড়িয়ে দিলাম কবিতা উত্সব।
সেয়ান মেলায় দুদিন খেলায় মানুষ মরা বাঁচা
        শব্দ মতন দ্বন্দ যেমন জুড়িয়ে কাব্য রচা।
তোমার তুমি আমার আমি সংজ্ঞাবিহীন ঘর
        জুড়ছি বেজায় ছুড়ছি নাহয় বেহাল সংসার।
মেলার চাতাল ভীষণ উতল কেরামতির নাচ
         হাত,পা ছুড়ে শব্দগুলো বোধের ভান্ড খোঁজ্।
মিলছি সেথা সেয়ান কথা কোলাকুলির ঢেউ
         উথলি ওঠে বদান্যতা কাব্য রচায় কেউ।
হারেম এল,বেলার কথা,কৃষ্ণ প্রেমের বোল্
         না এল সেই হারিয়ে যাওয়া ধর্ষিতা নকূল।
লালের আলে প্রাণ ঢেলেছি উদোম নাচন বেশ
         উঠছি ডগায় মানছি না আর অন্য কারো রেশ।
হাজার আশা জ্বালিয়ে মনে গর্ত কানা গলি
         দেখছি বেজায় মানুষ খেলায় সেয়ান কোলাকুলি।