একদিন মায়া হয়ে যাবো মনে ঠিক্
   খোলা রেখো হৃদয় গভীর
যদি বাধা দেয় বুশশার্ট,গভীর আদলে
    ধরা দেবো তুচ্ছ প্রাণীর।
কোন অজুহাতে কাজে অ-কাজে ছলনে
    বলে যাবো হৃদয় কথাটি
পড়বে মনে দেখে নেবো দৃষ্টি বিভোর
    সদা হাস্য নিথর ছবিটি।
অশ্রুসজল হলে প্রেমকাব্য খানি
    পড়ে নেব বারংবার এসে
আলাপ বিভোর ক্ষণে গায়ে হাতে ছুঁব
    পাবেনা দেখার নিমেষ।
রব চেয়ে আনমনে প্রহর প্রহর শুধু
     অধরাই রয়ে অন্তর
বুঝবে কোনক্ষণে কোন্ প্রাণী ক্ষুদ্র মনে
    অকারণ প্রেম লোভাতুর।
একদিন স্মৃতি হবো দু'ফোটা অশ্রুজল
    ঝড়ে যাবে হঠাৎ কখনো
দেখবে কোথাও কেউ প্রাণীর আদলে
    অকাতর তোমায় তখনো--
দেখে যায় একমনে সহসা আলোড়ণ
    উতলা বক্ষমাঝ চিত্ত প্রবল
কাহার কথার তীরে কে যেন এসেছে ধীরে
     দেখিবে আমায় অবিকল।