একটা মুক্ত আকাশ একটু মেঘের  ঢেউ
একটু প্রাণের ছোঁওয়া একটা সাথী কেউ।
একটু অবাধ্যতা কিছু গল্পকথায় গাঁথা
একটা প্রিয় হাত আর একটু নীরব কথা।
একটা প্রিয় প্রেম আর একটু নিয়মভাঙা
একটা ছুটির দিন আর একটু লাজেরাঙা।
একটুখানি কথা আর একটু  পাশে বসা
একটু ঘনিষ্ঠতা তার উষ্ণ প্রাণের ভাষা।
একটু  এলোমেলো  একটু লাগামছাড়া
একটু আবেগ আর চুটিয়ে আমোদ করা।
একটু বেপরোয়া গভীর ভালোবেসে বলা
একটা বাঁধনহারা প্রেম শুধুই খুঁজে চলা।
একটা মানুষ সেই একসাথে পথ শেখা
একটা পদ্য লেখা একটু ভালো থাকা।
একটা দাবী শুধু  তোমার হৃদয় বিথী
সাজিয়ে দিও প্রাণে প্রিয় লগন তিথী।
আনমনা এ ক্ষণ   ভালো বাসার তুমি
ফুটবে  চিরাগ  ফুল ধন্য  হবে ভূমি।
থাকবো না গো দেখবে চেয়েবিশ্ব সমাজ
দুই শাখাতে দোদুল্যমান দুইটিঅবকাশ।
গড়িয়ে দিও মোহর কেটে প্রেমের অবদান
এইটুকুই  দাবী  তোমায় হে প্রিয়  সজ্জন।