শুদ্ধ প্রহরে লেখা আছে বিশপের নির্দিষ্ট দিন
  আজ দ্বিধা দ্বন্দ ভুলে জ্বলবে নন্দিত আলো।
  বলে দাও যোধাপতি জনে জনে,সংঘর্ষ নয়-
  মোহের আঁচল ধরো,লিখে দাও মেহফিল্
অস্ত্রেরা মহীয়ান হও,বরং চোখে-মুখে রং দাও প্রেম-
কিংবা উদ্বেল হও রমণীয় সংলাপ, তরবারি ঝনঝন্-
ধ্বংস নয় সুরভ, আঁতরে কোমলিত হোক্ রণক্ষেত্র,
উদ্যত মারণ স্পৃহাগুলো ভোঁতা অস্ত্রে নিরুদ্যম।
দেশে দশে মিত্র সন্ধি পাঠাও,নেশার মায়বী ডাক্-
শুধু আজ , অস্ত্রগুলি হোক্ অজস্র ফুল,একেক বীরের হাতে-
এঁকে দাও সোহাগ মন্ত্র , দেখবে যুদ্ধ কেমন বশীভূত।