আমি চেয়ে থাকি ওই চোখে
              জাগে মায়া প্রেম,প্রীতি অকারণ কি ?
জাগতিক প্রেক্ষাপটের সব ছায়া হয়ে যায়
গভীর বৃত্তীয় পটে,আমি মোহ্ হয়ে গেছি,
    মিশে গেছি আদিম অভীপ্সায়-
অন্য আমাতে, চোখে ডুব দিয়ে কত
  খুঁজেছি সাগর নুড়ির শৈবাল প্রেম--
   হৃদয়ে ভেসে গিয়ে উঠেছি সহসা।
   ভুল কি ? ভেসেছি দরিয়ায় ভ্রম কি ?
  আজও অহেতুক এ চোখে মিলিয়ে দৃষ্টি
        চেয়ে থাকি লুব্ধ ইশারায়,
   তুমি ভ্রম হয়ে আছো টগরী মায়ায়।
রহস্যে তুমি দ্বিচারিতা হও! জন্মায় না অধিকার আজ!
একরাশ জ্যোত্স্নার অকাল বার্ধক্যে জেগে থেকে রাত-
         -কালির তমসা গড়ে ভ্রান্তির।