তুই শুধু আমার দোষই দেখলি দি
   তোর মরদের ছুকছকানি ইদিক উদিক-
বইলত্যে দ্বিধা নাই, সুযোগ পেলেই রসের নাগর-
হাত বাড়য়ে শরীল পানে ফিকফিকয়ে হাসে।
যতই তুই বাহানা দিস বলিস ভদ্দর নোক
আমি কিন্তুক বইলে দিলাম সাইমল্যে রাখিস দিদি
  গরীব নোকের মাগ্গি ভাতা ঝারণ,পোছন-
মান ছাড়া আর নাই,খুবতো পরের নিন্দা কাহন
উমুক তুমুক রসকলির দেমাক কত নাচন কোঁদন চলন বলন
পর ভাতারের ফন্দি লুটে বোক উঁচয়ে চলে--
বলি, সাইমল্যে রাখ্যিস দিদি--
  মরদ কিন্তু উইথলে উঠে আড়ালে আবডালে
   নিজ্ ঘর সামল দে দি,
     নইলে........মা কসম............