বলব কি আর অকাল ভ্রমে করতে গিয়ে বিয়ে
বেজায় প্রমাদ ঘোর অপবাদ কন্ঠী বদল নিয়ে।
পাত্র  বিশেষ করিত্কর্মা বিগরালো পণ নিয়ে
লক্ষ  টাকায় যৌতুক পণ্ পিতার বাধ্য হয়ে।
বিয়ের বাসর ঘোর  সমাচার  মস্করা হাসির
বাপ পালোয়ান চলল তুফান ফন্দিওফিকির।
দুদিন  তরে বিয়ের সভা ভোজন ভজন সবে
স্বজণ ঘিরে স্ফুর্তি সবাই এল নিমন্ত্রণ পরবে।
শেষ হতেই বিয়ের মন্ত্র বাপ এসেছেন ধেয়ে
পণের টাকা নেইযে দ্যাখা মানিনা এই বিয়ে।
ওঠ্ ছোড়া তোর ধনীর ঘরে পাত্রী আছে চেয়ে
যৌতুক আর পণের দাওত্ জেল্লা যাবে ছেয়ে।
দেখছি যে তার কঠীন পাষাণ নীরব হৃদয়খানি
হয় নি গো দেখা বাসরে একা বরপণ কত দামী
চলে গেল বেলা ফেলে অবহেলা সমাজ ছেটায় থু
স্বজণ হেলায় নিয়েছে ফিরায়ে তবু আছি কিন্তু।
মিছিলে মিটিংয়ে রাজপথ ভরা নানা দাবী পূরণ
কত আকূলতা ব্যকূলতা কত,কত তার আয়োজন।
আমার  ভিটেয় ঘুঘুর জঁমক চির চলে  ফাঁদবান্
আঁধার  ঘনায় মন  দুরাশায়  হানছে মারণ বাণ।