চলে যাও পাশ কেটে আজ আমি পথহারা
চিনো না দুর্দিনে বলেছে পাপের দেবতারা-
হাতে মিলন মালা মৈত্রী  প্রেমের গুনগান
স্তব্ধ  ভাষাহীন কি এনেছো ওগো ভগবান
নেই নেই অন্তর ত্রাণ শুধু বোধহীন প্রলাপ
আমার চতুর্পাশ ঘিরেছে পাগলের অপলাপ
রেখে গেছে নিস্বতায় প্রাণহীন নিস্ফল ভ্রম
পরোয়া  করেনি  উদ্ধত তেজ শহর বিভ্রম
দিও না গাল্ যদি আজ চিত্ত অশ্রুজাত তথা
বোল উন্মাদের আয়োজন রেখো নির্লিপ্ততা
আসতে হবে না  বিপদে দিও না পরিত্রাণ
বিরহ আমার ইতিহাস হোক্ যত প্রয়োজন
থাক দীর্ঘ অবসাদ বেঁচে দেবতা প্রণতি হই
কলঙ্ক ছাপ মেখে দাও কে আছো বন্ধু ওই
কম্পিত মন হোক ভয়হারা মৃত্যু আসেযদি
চলে যেও উঁকি দিয়ে দেবতা হে নিরবধি