শুধুমাত্র তোমার ভাললাগে বলে!
শেষ করে দিলে একটি জীবন।
শুধু তোমার লাম্পট্য অধীর করে তুলতে-
তুমি কত তদ্বির,কত মহীয়ান--শুধু তোমার ভালোলাগে বলে---?
শুধু তোমার কামনা রাঙিয়ে তুলতে
শত নোটে কিনে নিলে তার কৌমার্য্য
শুধুমাত্র তোমার নিজের পৌরুষ সুখে-
সহযেই আনাড়ী করে দিলে তার দুর্লভ জীবন----কেন??
তারপর মৃদু হেসে চলে গেলে নিজ কক্ষে
তুমি পিতা,স্বামী তুমি অগাধ বান্ধবী ঘেরা তুমি
অথচ দেখেছি সংকটে একটি কালি আঁচড়ও পারোনা,
সেই তুমি কত সহযেই পরাস্ত করেছ তাকে
শুধু পৌরুষে? তোমার পুরুষ জন্ম তাই?
না কি শুদ্ধুমাত্র ভালোলাগে তছনচ্ করতে,
আমাদের বিবাগী জীবন?