ভালোবাসাহীন এ প্রাণে জ্বলে না আলোর দীপ
আসে না মধুমাস প্রেমহীন অন্তর পশেনা সমীপ।
প্রাণহীন ছেড়ে গেছে দেহ উত্স উচ্ছ্বাস অবহেলা
অসাড়তা সম্বল কিছুতেই জাগে না কোন খেলা।
আনন্দ বৈভব আলো রাশি,আঁধার ভুবনে মোর
ছেয়ে  কবেকার অমানিশা চোখ নিস্প্রভ অন্তর।
মাগো তোর ঝলসানো আলোর দ্যুতির খানিক
দে  ছড়িয়ে ভালবেসে তমসা এ দৃষ্টি  ফিরুক।
কি দেব বলো চতুর্দিক জমকালো প্রীতি উত্সব
চির  আঁধার রুদ্ধতা ছেঁয়ে মোর ঘর সংবত্সর।
ক্ষুধিত এ খাদ্যহীন দেহ ,প্রেমহারা,উচ্ছ্বাসহীন
কেহ নেই প্রেমের সুজন নিষ্ফল প্রত্যাশাবিহীন।
মাগো অসুরদলনী সবই দিলে শুধু কার্পণ্য প্রাণে
জ্বালবো কেমনে দীপ গাইব আরতি প্রেম গানে--
বলো প্রিয় বলো কিসে হবে উচ্ছ্বল আঁধার ভুবন
কেমনে সাজাবো উত্স,প্রানঢালা আলোক মিলন-----