শেষ গন্তব্য জেনে  বুঝে ওরা পার্লারে যায়
স্পা,ক্লিনিং,ম্যাসাজ প্যকেজে লাইন লাগায়।
রুপসীর মেনু আছে চোখে  মায়াজাল পাছে
মিথ্যের  ঝুড়ি আছে  উদোম হুল্লোড়ি আছে-
একে, দুইয়ে ভোগ আছে ভাগ তার কাছে।
ওরা বেশী চায় আরো, আরো বেচে উদ্দাম
মাথা বেচে ওদের শরীরে চলেছে প্রাণায়াম।
প্রেম,প্রীতি নয় ওরা বাড়তি কামের কারবারী
লোভ, মোহ্  ঘিরে চলে ব্যবসার  দরাদরী।
ঘর ভাঙে ঝড়ে শুধু অকারণ ভাঙণ খেলায়
ভাঙে সব মায়া মোহ্ অকালের ঝঞ্ঝালীলায়।
অকাল তমসা ঘিরে লালসারা বাঁধে অঞ্চল
ভেসে যায় স্বজণ আপন সাজা প্রেম সম্বল।
ম্যসেজের উষ্ণতা  শশরীর ঢুকে যায় ঘরে
বোধাবোধ ঢলে যায় পার্লার সহসা জঠরে।
যাও পার্লার চিকচিক্ ক্লিনিং প্যকেজ আরাম
ভাঙুক আরও আগাম কিছু সারাতে  ব্যরাম।