তোমার শুদ্ধ গানে অঙ্গন ভরিব বলে
   বেধেছি আঁচলে ডোর,সংসার বন্ধণ
   তোমাতেই রচি তীব্র জীবন--
    আসন্ন সম্ভব,আমি এসেছি তোমার ঘরে।


প্রবাহের গ্লানি বিষাদ ভরালে
    ছুটে আসি ছায়াতলে,
   জীবন সায়রে তৃষ্ণা ফুরালে
   মিলে যাই ধরাতলে।


যাতনার বিষে নানা আশি বিষে
      গতিহারা হলে পথ
বুকে রাখি মুখ সম্ভাব সুখ
  ধুয়ে দাও স্নেহাঞ্চলে।

        তুমি সুনিবিড় শান্তির নীড় আমি সম্বল-
           সিঁন্দুর তব উড়াতেছি ধ্বজা
         ওহে জয়মঙ্গল,এস তুমি মোর--
          ধন্য কর হে অঙ্গনলীলা করো ভোর।